তুমি যে আসো না আর আমার ঘরের কোণায় [pullquote][AWD_comments width=”294″][/pullquote]
বসো না সোফায়
কোণাটা খালি খালি লাগে
আমি সেইখানে একটা ল্যাম্প রাখতে চাই, বেতের
অন্ধকার ঘরে সে কাটা কাটা আলো দিবে
অন্ধকার আর থাকবো না একা, পূর্ণ-করা
তার মাঝখানে টুইস্টিং আলো এই, কইবো:
‘এইবার রবীন্দ্র-সংগীত চালাও
অথবা দেশপ্রেমের গান
আমি কাতর হইতে চাই,
তেরছা কোণার বিষাদ হয়া আমি
তোমার মনে বিরাজ করিবো!’
হায় হায়, কোণা দেখি আমার কোণাই থাকলো!
ফেব্রুয়ারি ৭, ২০১৩
Leave a Reply