কুয়াকাটা ২

–    আমার খুব একলা লাগতেছে, বুঝলা?

–    আমি থাকতেও তোমার একলা লাগে? তুমি যে আমি এইজন্য কি তোমার একলা লাগে?

–    এইটা কোন জায়গা? চারপাশে এতো বরফ, এতো শাদা। এইটা কি এর্ন্টারটিকা?

–    না, এইটা কুয়াকাটা?

–    কেন আসলাম এইখানে আমরা?

–    আমাদের আর ভালোই লাগতেছিলো না। সবসময় যে কথাগুলি বলি তার আর কোন অর্থই হয় না। কম্পারেটিভ মিনিংয়ের   ভিতর হারাইতে হারাইতে তাই আমরা চইলা আসছি এইখানে।

–    হ্যাঁ, তাইতো।

–    আমাদের শব্দ আর অর্থরে খুঁজতে আসছি আমরা।

–    তাইলে সারাক্ষণ খালি কথা অথবা নিরবতা – ঢেউ গোনা।

–    অথবা ঠোঁট। নিশ্বাস টেনে নেয়া এক ও অন্যের। দীর্ঘ বিরতির পর জেগে উঠা। আর প্রশ্নগুলি তোমার, বারবার মনে করাইয়া দেয়, তুমি শুধু ট্রমা, আমি ছাড়া।

–    তাইলে এইটাই কুয়াকাটা।

–    তোমার এর্ন্টারটিকা।

 

 

আষাঢ় ৫, ১৪২০

 

Leave a Reply