এইবার আমার বাম পা,
তুমি ছিঁড়া যাইও না হাটুঁ থিকা
হঠা” কইরা;
যেমনে বিরহী হয়া উঠতেছো তুমি
আমি ডরাইতেছি –
আমার নাই হায় কোন স্পেয়ার পা!
কিন্তু এই মিনতি তুমি ত মানবা না;
একটাই ত পা, তাও অর্ধেক,
এখন মোচড় পড়লো বইলা;
যদি আমি না থাকি, আমারে মনে কইরা
তুমি হয়তো কানবাও[pullquote][AWD_comments width=”294″][/pullquote]
কিন্তু শেষমেশ একটা পা,
বাম পা-ই ত, কোন একদিন সকালবেলায়
অচল হইলো; কইলো, আমার শরীর থিকা
সে ঝরিয়া যাইতে চায়,
কত ফুলই ত ঝরে, বিপুল অন্ধকারে…
পা কান্দে,
আমার মনটাও ভারী ভারী লাগে
তারে কে টানিবে পথে, পথ থিকা পথে…
শ্রাবণ ২১, ১৪২০
Leave a Reply