হেমন্তে আমি তোমার গান গাই

হেমন্তে আমি তোমার গান গাই

 

আর ভাবি, শীত আসার আগেই

চলে আসতে পারো তুমি;

 

আসন্ন শীতের গন্ধে, আমার ভাবনারা জড়োসড়ো

ভেড়ার লোমে আলকাতরা’র দাগের মতো

গায়ে নিয়া ঘোরে চিহ্ন, মালিকানার

 

আমার মালিক

কুলির সর্দার

লঞ্চঘাটেতে মাল টানে

 

পানির উপর কাঠের তক্তা

তাউরাইতে তাউরাইতে সে

এক মইণা বস্তা পার করে

 

মসলা-পট্টির ভীড়ে

তারা হাঁটে, তাড়াহুড়া ছাড়াই

প্রতিদিনকার পর্যটক

যেন হেডফোনে সবাই শুনতেছে যে যার গান;[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

নিরব তাদের কানের কাছে

যদিও তারা শুনে কি শুনে নাই

পাতা-ঝরার মতো শব্দে

 

হেমন্তে, আমি তোমারই গান গাই

Leave a Reply