[pullquote][AWD_comments width=”294″][/pullquote]
যদি আমি ভুলে যাই
ফিরে আর না তাকাই
না-দেখার ভিতর থাকতে থাকতে
যদি আমি ভুলে যাই
ফিরে দেখি আর নাই
আমি; তখন তুমি
থাকতেছ
এই পৃথিবীতে
দিন আসে আর যায়
চক্রে, চক্রান্তে
যদি হারায়ে যাই
না-থাকার ভিতর
একটা কোণায় থেকেই যাই
যাওয়া কি আর হইলো
বলো; এমনি এমনি দিন
আসে আর যায়
যায় দিন অথচ
একই আকাশের নিচে
আরো দূরে
সরে সরে যাই
এই ভাবনায়
যদি ভুলে যাই
একটা সুতার টান
ছিঁড়ে যায় আর
মনেই হইলো না
কেন যে
আসছিলাম
হাসছিলাম
আর ভুলের ভিতর
পারছিলাম রাখতে
তোমারে; ভাবছিলাম
কচ্ছপের স্মৃতি হয়ে সমুদ্রের ঢেউয়ে
যদি আমি ভুলে যাই
তোমারই ছায়ার ভিতর
মলিন বিকালের আলো
আসে, চলে যায়
তেমনই রোদ
তুমি
তোমার স্মৃতি
ধীরে
মুছে যায়
আমার থাকা
এবং না-থাকায়
Leave a Reply