চান্নি রাইত উইথ কা.শা.

কড়ইগাছের পাতার ফাঁকে চাঁদ

পুরান, ভাঙা

কোন ছোট শহরের
রাত, আসছে আবার

একলা সেই দেশেও চাঁদ
লোকাল অ্যাটমোস্ফিয়ারেই আছে
বিদেশে শে যাইতে পারতেছে না

অথবা যাইতেও পারে
সময় যেহেতু আছে;

মাত্র ত রাত দশটা!

এরপরে, এরা কী কান্দা-কাটি করবে
বলবে, ‘ওগো চাঁদ, আমারে নেও
আমারে নেও,
তোমার বক্র কোলে।’

বাঁকা নাই আর শে,
সিলিকন-ফাঁপানো মাই তার
ফাইটা পড়ে ফেটিশে,

এমনো চান্নি রাইতে

হাসতে হাসতে সইরা যাইতেছে
দেখা দিতেছে

কড়ইগাছের পাতার ফাঁকে

 

Leave a Reply