কড়ইগাছের পাতার ফাঁকে চাঁদ
পুরান, ভাঙা
কোন ছোট শহরের
রাত, আসছে আবার
একলা সেই দেশেও চাঁদ
লোকাল অ্যাটমোস্ফিয়ারেই আছে
বিদেশে শে যাইতে পারতেছে না
অথবা যাইতেও পারে
সময় যেহেতু আছে;
মাত্র ত রাত দশটা!
এরপরে, এরা কী কান্দা-কাটি করবে
বলবে, ‘ওগো চাঁদ, আমারে নেও
আমারে নেও,
তোমার বক্র কোলে।’
বাঁকা নাই আর শে,
সিলিকন-ফাঁপানো মাই তার
ফাইটা পড়ে ফেটিশে,
এমনো চান্নি রাইতে
হাসতে হাসতে সইরা যাইতেছে
দেখা দিতেছে
কড়ইগাছের পাতার ফাঁকে
Leave a Reply