বৃষ্টি

বৃষ্টি কি আসবে? [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

বৃষ্টির অপেক্ষায় বইসা আছে দিনমান

বরফের ফোঁটাগণ, শাদা শাদা মন

অনেক অনেক অন্য মিনিং এর ভিতর

তারে কি ডাকিলো, প্রাণো-পাখি?

পুরান ব্রক্ষপুত্র নদী পার হইলে পরে

তার নতুন নাম, তারে ডাকতেছে দারোয়ান

আজকে কি বৃষ্টি হবে শীতের শেষে?

আল্লা’র পানি কি নামবে ভগবান জল হয়ে?

অথবা ওয়াটার, যে রূপেই ঈশ্বর মহান – এইরকম সর্বময়?

 

কাদা কাদা পথ আমার মনের ভিতর

‘ভিজে মাটি চুপে ক্ষয়’

হয়ে আছে অক্ষরের ভিতর

 

পুবের বাতাসে যে গন্ধ আসে

ওরে অন্ধ, তারে কি তোমার আলুখেতের শ্বাস মনে হয়?

অচেনা ইমেজের ভিতর গড়ে তুলতেছে যে যার বিষাদ-মিনার

সকালের;

 

মলিন হাওয়ারা আসে আর যায় এবং ভাবেও হয়তো

নির্মাণ-কৌশল নিয়া,

যেইভাবে দেবদারু দাঁড়াইয়া থাকে একা

তার একরোখা বাকল খসে খসে পড়ে

সেও কি বৃষ্টির অপেক্ষায়?

নাকি থান্ডার কেটে নিবে তার মাথা – এইজন্য চিন্তিত সে?

তার চিন্তার ভিতর বুড়িগঙ্গা কি পলিউটেড হইতেছে আরো?

 

ধূসর মলিন মেঘ, ফাল্গুনের

দেবদারু’র চিন্তা বিশেষ

 

আরো আরো উচ্চতার ভিতর

কোথায় হারাইয়া যাইতে চায়

বৃষ্টি ব্যতীত?

ফাল্গুন ১৪, ১৪১৯ (ফেব্রুয়ারি ২৬, ২০১৩)।

Leave a Reply