ভুইলা যাওয়ার মতোন
ভুইলা যাওয়ার মতোন তোমারে মনে রাখি,
মনে রাখি, যেইভাবে একটা গাছের ছায়া
মিইশা থাকে, অন্ধকারে।
ভূত টূত
ভোঁতা ভোঁতা কথাগুলা
ভূত সাইজা বইসা থাকে…
ভূত টূত
আছে তো কিছু, তাই না?
আমি বলি
হাসে শে,
ভূতেদের কথা বিশ্বাস করে না।
সিন্ডেরেলা
…তারপর, দরজার বাইরে পড়ে আছে তোমার অনেকগুলা জুতা, কাদা-মাখা