সিলেক্টেড পোয়েমস: অক্টোবর, ২০১৫।

 

বেলা বিস্কুটের বাস্তবতা

কি ভালোই না হইতো, যদি তুমি তোমার ম্যরালিটির গর্ত থিকা বাইর হইতে পারতা;
যদি আমি ভাবতে পারতাম প্রাকটিসগুলাই তো আর মানুষ না
(শেখ হাসিনা বেলা বিস্কুট খান বইলা আমি বেলা বিস্কুট খাইলেই তো আর শেখ হাসিনা না, এইরকম…),
এর বাইরেও কিছু না কিছু থাকে; থাকতে তো পারে
অহেতুক ইমাজিনেশনগুলির বাইরে, আমাদের রিয়ালিটির একটা দুনিয়া।

Continue reading

শীতের দিন

১.
EAT YOUR SOUL
ইটের দেয়ালে লিখে রাখি।

কত কত মানুষ
কতো কতো মানুষ

আকাশে তারার মতোন
আকাশে তারাদের মতোন
ডুবে যায় রাত এখন

 

২.
এখন যে রাত
রাত ও দিন

রিপিট ইট
রিপিট ইট।

Continue reading

ফেইক অর্গাজম

 

ভাইব্রেটর: সারাক্ষণ সুড়সুড়ি দিতে পারার মতোন জীবন, আমি কি চাইছিলাম!

সেক্স-ডল: অলস, নিস্তেজ, নির্বাণের মতোন জীবন – এইটা তো আর না আমি। আই রিকোয়ার ফারদার ডেভেলাপমেন্ট।

 

আমার কবিতা

 

আমার কবিতা কেউ লাইক করলেন
আমার কবিতা কেউ শেয়ার করলেন
আমার কবিতা কেউ ট্রান্সলেটও কইরা ফেললেন

দুই একজন কবি কমেন্ট করবেন করবেন কইরাও হয়তো আর কইরা উঠতে পারলেন না
আমার কবিতা কবিতা হয়া উঠতে থাকলো

যেহেতু আমার কবিতা
তাই আমারেই লিখতে হইলো –
কি যে ফাউল কাজ এই কবিতা লেখা!

আর লিখতে লিখতেই পেট মোটা একটা চাঁদের ভিতর থিকা
আরেকটা মুনের রেখা বাইর হইলো

চুদতে চুদতে বাল ধোন ব্যাথা-ই শুরু হয়া গেলো…
সেও নেতাইয়া পড়লো

একটা রাত জাইগা থাকার ভিতর
ধীরে ধীরে আসতেছে ভোর

অগাধ অন্ধকারের ভিতর
দুই হাত ফেলে রেখে বইসা থাকলাম
ভাবলাম,
কবিতা লিখবো বইলাই বইসা আছে কেউ Continue reading