মিরর ইমেজ

 

আবার অন্য কোন চ্যাটরুমে
তোমার সাথে আমার-ই দেখা হয়ে যাবে;
অন্য কোন নিক নেইম, অন্য কোন ভাইটাল স্ট্যাটসে,
মনে হবে একই পুরান গান, একই সিনেমার কথা
রিনিউ কইরা বলবো আমরা পুরান জোকগুলা;
মনে হবে তুমি একটা অন্য কেউ, অন্য কারো’রই মতোন
সেই কথা বলবো না আমরা; আমাদের নিরবতা,
মাঝে-মধ্যে পজগুলা সন্দেহ করতে থাকবে আমাদের,
কে ছিলাম, কি ছিলাম আমরা? Continue reading

আমি

 

আমি এমন একটা মোমেন্ট মে বি:

মাঝরাতে, ঘুম ভাঙার পরে
টাইম দেখতে গিয়া দেখতে পাইলা
অনেকগুলি মেসেজ আনরিড হয়া আছে
ল্যাপটপের স্ক্রীণে, মোবাইলে কলটা আসতে
এখনো আরো কিছু টাইম বাকি; কি ব্রাউজ
করা যায়?
তলপেটে চাপ আছে কিন্তু উঠতে ইচ্ছা করতেছে না,
কোন ভাবনা নাই;
একটা গান গাওয়া যায় এইরকম ভাবনারও আগে
জাস্ট ফাঁকা একটা টাইম
ইনটিউশনও নাই… Continue reading

আর্লি মনিং সং

 

ঠান্ডা রেলিং ধরে
সূর্য দেখার স্মৃতি
এখনো দেখি, মনে আছে

রোদ উঠে আসতেছে

‘রোদ্দুর’ বইলা
ঘন হয়া আসতেছিলো কেউ

ঘন কুয়াশার মতো শহরে
শীত বাইড়া যাইতেছিলো

লেপ জড়াজড়ি কইরা
লেপ্টালেপ্টি করতেছিলো কেউ

কুকুরে ডাকে নাই ঘেউ Continue reading

নিগ্রো

 

ওথেলো, তুমি এখনো বাঁইচা আছো?
ভুল বুঝতে পারতেছো তো ঠিকঠাকমতো?
আদার একটা মিনিংয়ের ভিতর
আটকাইয়া যাইতে পারতেছো তো?
তাইলে আত্মহত্যাটা কইরাই ফেলো;
বুঝছো?

এই দুনিয়া যে পিত্তালদি…
তুমি তো জানো Continue reading

মদ

তোমার প্রেমিকা
তোমারে ছাইড়া যাবে
কিন্তু মদ
প্রেমের মতো
ফিরা ফিরা
আসতে থাকবে
প্রেমিকার স্মৃতি
নিয়া Continue reading