গ্রেগর সামসা
সকালবেলায়, একটা তেলাপোকা ঘুরতেছে শরীরে তোমার।
তোমার কানের পিছনে গুঁজে দিতেছে নিজেরে সে,
নেমে যাইতেছে কাঁধে, পিঠে
একটা মানুষ হইয়া জড়াইয়া ধরতে চাইতেছে তোমার সারা শরীর
আর ঠোঁটের উপর হয়া উঠতে চাইতেছে আরেকটাই ঠোঁট
সারি সারি পিঁপড়ার মতোন তোমার শরীরের ভিতর থেকে
জাগাইয়া তুলতেছে আরেকটা শরীর
শরীর, যা ঘুমায়, জাইগা উঠে আবার
আবার, আবার… আরেকটা শরীরই চায়
অনেক না-পাওয়ার পরে যখন ঘুম ভাঙবে তার
দেখবে, সকাল কই? এখন তো সন্ধ্যাকাল,
পর্দার ফাঁকে সূর্য এখনো তো ডুবে নাই!
তেলাপোকাটা হয়তো এখনো ড্রিমে,
আরেকটা মানুষেরই মতো
পিছন থিকা জড়ায়া ধরে রাখছে তোমারে
ঘুম ভাঙার পরেও অনেকক্ষণ, অনেকক্ষণ শুইয়া থাকবা তুমি
যেন ঘুম ভাঙে নাই, যেন কোন তেলাপোকা নাই দুনিয়ায়
যেন সূর্যটা ডুবতে গিয়াও ডুবতে আর পারবে না কোনদিন
হালকা আলোর একটা ঘরে সময়টা স্থির হয়া আছে
চোখ খুললেই সে যাইতে শুরু করবে, একটা তেলাপোকার মতোই, ধীরে ধীরে…
মিথিক্যাল
মিথের মধ্যে মিথ্যাটাই সুন্দর।
রেইন, রেইন
আই লাভ, আই লাভ… শি সেইজ, শি সেইজ। শি ইজ টকিং লাইজ। টকিং লাইজ। ইটস ন্যাচারাল। আই টোল্ড হার। নো বডি গেটস হার্ট। ইউ নো দ্যাট। শি স্মাইলস। শি স্মাইলস। উইথ হার বিউটিফুল আইজ। শি ব্লিংকস। শি ব্লিংকস। লাইক দ্য রেইনড্রপস ফলিং অন দ্য ট্রিস। Continue reading →