ভাইব্রেটর: সারাক্ষণ সুড়সুড়ি দিতে পারার মতোন জীবন, আমি কি চাইছিলাম!
সেক্স-ডল: অলস, নিস্তেজ, নির্বাণের মতোন জীবন – এইটা তো আর না আমি। আই রিকোয়ার ফারদার ডেভেলাপমেন্ট।
ভাইব্রেটর: সারাক্ষণ সুড়সুড়ি দিতে পারার মতোন জীবন, আমি কি চাইছিলাম!
সেক্স-ডল: অলস, নিস্তেজ, নির্বাণের মতোন জীবন – এইটা তো আর না আমি। আই রিকোয়ার ফারদার ডেভেলাপমেন্ট।
আমার কবিতা কেউ লাইক করলেন
আমার কবিতা কেউ শেয়ার করলেন
আমার কবিতা কেউ ট্রান্সলেটও কইরা ফেললেন
দুই একজন কবি কমেন্ট করবেন করবেন কইরাও হয়তো আর কইরা উঠতে পারলেন না
আমার কবিতা কবিতা হয়া উঠতে থাকলো
যেহেতু আমার কবিতা
তাই আমারেই লিখতে হইলো –
কি যে ফাউল কাজ এই কবিতা লেখা!
আর লিখতে লিখতেই পেট মোটা একটা চাঁদের ভিতর থিকা
আরেকটা মুনের রেখা বাইর হইলো
চুদতে চুদতে বাল ধোন ব্যাথা-ই শুরু হয়া গেলো…
সেও নেতাইয়া পড়লো
একটা রাত জাইগা থাকার ভিতর
ধীরে ধীরে আসতেছে ভোর
অগাধ অন্ধকারের ভিতর
দুই হাত ফেলে রেখে বইসা থাকলাম
ভাবলাম,
কবিতা লিখবো বইলাই বইসা আছে কেউ Continue reading
আবার অন্য কোন চ্যাটরুমে
তোমার সাথে আমার-ই দেখা হয়ে যাবে;
অন্য কোন নিক নেইম, অন্য কোন ভাইটাল স্ট্যাটসে,
মনে হবে একই পুরান গান, একই সিনেমার কথা
রিনিউ কইরা বলবো আমরা পুরান জোকগুলা;
মনে হবে তুমি একটা অন্য কেউ, অন্য কারো’রই মতোন
সেই কথা বলবো না আমরা; আমাদের নিরবতা,
মাঝে-মধ্যে পজগুলা সন্দেহ করতে থাকবে আমাদের,
কে ছিলাম, কি ছিলাম আমরা? Continue reading
আমি এমন একটা মোমেন্ট মে বি:
মাঝরাতে, ঘুম ভাঙার পরে
টাইম দেখতে গিয়া দেখতে পাইলা
অনেকগুলি মেসেজ আনরিড হয়া আছে
ল্যাপটপের স্ক্রীণে, মোবাইলে কলটা আসতে
এখনো আরো কিছু টাইম বাকি; কি ব্রাউজ
করা যায়?
তলপেটে চাপ আছে কিন্তু উঠতে ইচ্ছা করতেছে না,
কোন ভাবনা নাই;
একটা গান গাওয়া যায় এইরকম ভাবনারও আগে
জাস্ট ফাঁকা একটা টাইম
ইনটিউশনও নাই… Continue reading