গান

পিউ কাঁহা
ডিংচিং ডিংচিং
গান বাজতেছে মোবাইলে
তোমার আওয়াজ তো আর শুনি না

গাছের উঁচায়
পাতার আড়ালে
তোমারও নাকি
আছিলো গান
দুপুরবেলায়? Continue reading

 

লুক, আমরা নরমাল আসি
আমাদের গানের কথা মনে আসে
আমরা লাইক করতে না পারলেও
দুইজনেই অ্যাক্টিভ আসি;
লুক, আমরা মাইনা নিতে শিখতেসি
আলাদা আলাদা আসিলাম, আলাদা আলাদা আসি
হাসি আসতে গিয়া চইলা আসে কাশি
অনেক অনেক জ্বর নিয়া শরীরে পইড়া আসি;
লুক, আমরা নার্সিসাস, নিজেরা নিজেদেরকে ভালোবাসি
আমরা হইলাম তুমি আর আমি আর তুমি
তুমি আসো, আমি আসি
থাকতে চাইতেসো না তুমি, তারপরও থাকতেসি Continue reading

মনিং বেলস

গতকাল রাতে কি বৃষ্টি হইছে?
সাপগুলা লুকাইছে কই?
বেজি’টা বইসা আছে, পথের কিনারে
ইনকোয়ারী করতেছে তাদের না-থাকাটারে

দুইটা শালিক ঘাসে
খুঁজতেছে অস্থির পোকাদের
ব্রেকফাস্ট ফিল্ডে

উলুখাগড়ার ঝোপে ডাইকাই যাইতেছে
কয়েকটা পাখি,
এখনই আমরা আকাশে ওইড়া যাবো নাকি! Continue reading

আমার কবিতা

কিছু কবিতা নিলাম আমি ভেজা ঘাসগুলির কাছ থিকা
কিছু কবিতা আমি নিলাম ভাঙা রাস্তার ইট-সুড়কির কাছ থিকা
কিছু কবিতা রাস্তায় আজাইরা ঘুইরা বেড়ানো কুত্তাদের
কিছু রঙ করা টব, সাজানো-গোছানো বাড়িদের
কিছু বাড়ি বানানো শেষ হয় নাই এখনো
কিছু কবিতা ইনকমপ্লিট এইরকম
পথে যাইতে যাইতে মরা ব্যাঙের উপর পা দিয়া
থুতু ফেলতেছে রাস্তায়…