কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বাংলা-কবিতার ঠাকুরদেরকে শুভেচ্ছা

 

মূল কবিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

বলাকা: ১৪

কত লক্ষ বরষের তপস্যার ফলে
ধরণীর তলে
ফুটিয়াছে আজি এ মাধবী ।
এ আনন্দচ্ছবি
যুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে ।
সেইমতো আমার স্বপনে
কোনো দূর যুগান্তরে বসন্তকাননে
কোনো এক কোণে
একবেলাকার মুখে একটুকু হাসি
উঠিবে বিকাশি—
এই আশা গভীর গোপনে
আছে মোর মনে । Continue reading

দ্য প্রফেট

 

একটা ছাগল রাস্তায় যাচ্ছে হেঁটে
একটা ছাগল রাষ্ট্রের কোন কাজে লাগে না

একান্ত ব্যক্তিগত, উদাসীন
দেশহীন, বিষণ্ন; মালিকানায় নাই কিছু Continue reading

জুতা আবিষ্কার

 

দেখেছি তোমার জুতা, স্বপ্নে পড়ে আছে;
অন্য কারো
হয়তো আমার না,
জমিদারের কাচারি ঘরের বাইরে
অন্য জুতার পাশে

যেহেতু অন্য কারো, হয়তো আমার না।
পৌষ ৬, ১৪২০।

 

 

শীতের বিকাল

মুছে ফেলা গেলো কি আজ নিরবতার ভিতর সব নিরবতা?

 

তোমার পাপোশে পা মুছে দাঁড়াইয়া আছি

নিচু হইয়া জুতার ফিতা বাঁধতে বাঁধতে মনে হইলো

রবীন্দ্রনাথের কথা বলা যাইতো[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

নজরুলের কিছু গান

তবু জীবনানন্দের কবিতাও

Continue reading