মাই লেফট ফুট

এইবার আমার বাম পা,

তুমি ছিঁড়া যাইও না হাটুঁ থিকা

হঠা” কইরা;

যেমনে বিরহী হয়া উঠতেছো তুমি

আমি ডরাইতেছি –

আমার নাই হায় কোন স্পেয়ার পা!

Continue reading

যন্ত্রের গান ১

আমার ডান হাত যন্ত্র হিসাবে বেশ ভালো;

জন্মের পর থিকাই সার্পোট দিয়া যাইতেছে

 

এর বেস্ট ব্যবহার হইছে অবশ্যই ফিজিক্যাল ভায়োলেন্সের সময়;

তার উদ্ধত ভঙ্গিমা, এক্সপ্রেশন অফ ভায়োলেন্স

অ্যাকচুয়াল ভায়োলেন্সের চাইতেও বেশি

 

যদি না থাকতো ডান হাত আমি কি আর রিপ্রেজেন্ট করতে পারতাম

এইসব ভাব, এমন ভাবে

Continue reading

লাভ সং

 

সবার  শেষে, তুমি আমারে শোনাও এমন নৈতিক কিছু, যেন আমি ভুলে থাকতে পারি
বাস্তবতা ও প্রকৃতি, যারা ঝুলে আছে,
বানর সদৃশ্য ভাবনারে যারা আরো আরো ঝুলাইয়া দিচ্ছে
তড়িঘড়ি সকালের আনন্দে, ওদের সাথে মেলাও বলে
খুলে দিচ্ছে দড়ি – হারমোনিয়ামে গান আর ত গাইবো না খালি
মাউথঅগ্যানের লোভে পড়ে রেললাইন, যা আসলে মফস্বল
মেডিভেল সোসাইটি খুঁজতে খুঁজতে আসছিল এই বাংলায়, হয়তোবা বাঘ নয়
কাঠল-পাতা চিবাতে চিবাতে গিয়াছিল ভুলে – কেন যে কেন যে
আমার জন্ম এই গ্রীষ্মের রোদে আবার বিয়ার খাওয়ার লোভে উঠেছিল জেগে;
বৃষ্টিরই গান গাইতে গাইতে হইছিলো কুপোকাত, তোমার গাদলা দিনে
চাইছিলো পিছলা খাইতে, আর সেই দৃশ্য দেখবা তুমি জানালায় বসে
লেবুগাছের আড়ালে, ওই চলে যায় যে ভুত, দিনে-দুপুরে; Continue reading

নিয়তি ও কালোপাখি

নিয়তির সাথে খেলতে নামছি;

 

আমারে মকারি করতেছে প্রকৃতি

 

অথচ এই কথা তুমি বিশ্বাস করবেন না,

বলবেন, ‘ব্যাকরণে ভুল আছে, আবেগেও কিছুটা;

অগ্নি-উপাসক হইলে হয়তো

পাইতে পারেন কিছুটা নিস্কৃতি।’[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

  Continue reading

রাতের খাবার

করলা-ভাজির রান্নাটা একইরকম

তারপরও প্রায় প্রতিদিনই খাই

একইরকমের অন্যরকম টেস্ট[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

হোক সে পুকুরের, ছোট

ছোট পুঁটিমাছ আর তার ঝোল

হালকা বাদামি পানিতে শাদা পেঁয়াজের কুচি;

Continue reading