কথা

তোমার কথা

আজকেও মনে হয় গান

 

কোলে শিশুটা হাসে

মাতৃদুগ্ধ প্রাণ[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

কাজল দেয়া চোখের ভিতর

ভাসছে তারা, হাসছে তারা

মিটিমিটি কথাগুলা

 

কথাগুলি তোমার আজো ত গান!

 

চৈত্র ১৭, ১৪১৯

 

আম্মা

তোমার কোলে শুয়া ঘুমাইয়া যাবো;

এর অতিরিক্ত আর কিছুই নাই

এই ইচ্ছার বাইরে

আর সবকিছুই মলিন, অর্থহীন; [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

যা পাই না, তারই চাওয়া

খালি আকুল হয়া আসে;

Continue reading

বিকালবেলা

হায়! বিকাল আইসা ধরলো আমায়

ব্যতিক্রমের খাতায়, বিহ্ববলতায়

গাঢ় ও লম্বা ঘুমের মতো পড়ে থাকলো রাস্তাটা, রিকশার টুং টাং [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

Continue reading

শেষ চিঠি

এখন যদি আমি চেষ্টা করি আমি কি লিখতে পারবো শেষ চিঠিটা আবার? খুব একটা বেশি সময়ের আগের কথা ত না। একটা উপকথার গল্প ছিলো সেইটা – [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

একজন মানুষ তার জীবনের শেষে, সাগর পারে বইসা দেখতেছে তার জীবনের দিনগুলি – তার আনন্দ, দুঃখ, প্রেম, ঘৃণা… আর সবসময় তার চলার পথের পাশে আরো এক জোড়া পা, যে তার সাথে হাটঁতেছে সবসময়। কিন্তু যখনই তার জীবনের সবচে গভীর দুঃখের সময় আসছে, সেইখানে খালি এক জোড়া পা। সে তখন কয়, হে আমার আল্লা, সারাজীবন তুমি আমার পাশে পাশে ছিলা, খালি দুঃখের দিনে তুমি আমারে ছাইড়া গেলা! আল্লা কয়, ওরে পাগল বান্দা, আমি তোরে ছাড়ি নাই; দুঃখের ঝড় যাতে তোরে না নিয়া যাইতে পারে, তাই কোলে কইরা রাখছিলাম, সোনাধন, আমার বিশ্বাসের ওমে তোরে বাচাঁইয়া রাখছিলাম। জমিনে তোর পা পড়তে দেই নাই।

 

এইরকম। আল্লার মতো কইরা তোমারে আমি ভালোবাসছিলাম। শয়তানের কথা শুনি নাই। শিরকের ভয় করি নাই।

 

শেষ চিঠিটার ভিতর তোমারে যেমন ভালোবাসছিলাম আমি, তুমি আমারে সেইরকম কইরা কোলে তুইলা নাও। আমার আল্লা হও তুমি, হে বান্দা আমার!

 

মার্চ ১১, ২০১৩

 

বৃষ্টি

বৃষ্টি কি আসবে? [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

বৃষ্টির অপেক্ষায় বইসা আছে দিনমান

বরফের ফোঁটাগণ, শাদা শাদা মন

অনেক অনেক অন্য মিনিং এর ভিতর

তারে কি ডাকিলো, প্রাণো-পাখি?

পুরান ব্রক্ষপুত্র নদী পার হইলে পরে

তার নতুন নাম, তারে ডাকতেছে দারোয়ান

Continue reading