ঠোঁট

আসেন গো ঠোঁট ওষ্ঠে আমার;

 

আমি আধিপত্যকামী বাসনা হইবো না

রেজিস্ট্যান্সে দিবো না চাপা আমার ক্রোধ

তোমার ঠোঁটের চিপায়, লালায়, মুখ-গহ্বরে[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

যে ঠোঁট, অস্ফুট; সে কেন আমারে ডাকে?

সিগারেটের দোকানের মতো, জিগায়

‘পান কি খাইবেন একটা, জর্দা ছাড়া?’

Continue reading

কবিতা লিখতে বসছি

 

পৃথিবীর সমস্ত কবিতা রি-রাইট করতে চলিয়াছি।

তোমার ভাষা-ভঙ্গিমারে পাল্টাইয়া দিতেছি;

অ্যাজ ইফ তোমার ভাষা হইলো তোমার কবিতা

তাই তো? তাই না?

যেমন তুমি পা ভাঁজ কইরা বসো,
হাত নাড়াইয়া নাড়াইয়া বলো,
এইবার তুমি যাউগা! Continue reading

আই ওয়ান্ট টু বি অ্যা পারফেক্ট মেশিন সামডে

আই ওয়ান্ট টু বি অ্যা পারফেক্ট মেশিন সামডে 

(ট্রিবিউট টু অ্যান্ডি ওয়ারহল। সাম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ লেফট দেয়ার!)

আই ওয়ান্ট টু বি অ্যা পারফেক্ট মেশিন সামডে।

যেহেতু আমি র ক্যাপিটালিজমের ইকনমিতে আছি, প্রতিদিন মিনিমাম ১২ ঘণ্টা ম্যাটেরিয়াল রিপ্রডাকশনে ইনভলব্ড থাকতে চাই। ৮ ঘণ্টা ঘুমাইতে চাই। ২ ঘণ্টা বউ-বাচ্চাদের সাথে সময় কাটানোর পরে ২ ঘণ্টা আমি লিখতে চাই প্রতিদিন। সাপ্তাহিক ছুটির দিনে আমি কাঁচা-বাজার, সুপারমার্কেট ও শপিংমলে যাইতে চাই। সিনেমা দেখতে এবং বই পড়তে চাই একটানা। সরকারি ছুটির দিনে আমি ঘুরতে যাইতে চাই। আই ওয়ান্ট টু বি অ্যা পারফেক্ট ইমপ্লয়ি, পারফেক্ট হাজব্যান্ড (ওয়াইফ), পারফেক্ট ফাদার (মাদার) অ্যান্ড অ্যা রাইটার হু ক্যান বি রিকগনাইজড অ্যাজ অ্যা মেশিন।

সবকিছুর পরে, রেদার দ্যান টু বি ইন এনি ব্রাকেট অর এনি জেন্ডার বায়াসড স্পেসিস, সাম ডে আই ওয়ান্ট টু বি অ্যা ট্রু মেশিন। Continue reading

সন্ধ্যার মৃত্যু

পৃথিবীর পথে পথে

খোলাচুলে

শীতের সন্ধ্যাবেলায়

যারা গেলো

অস্ফুট তারাদের মতো[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

নিভু নিভু

কাঠগোলাপের গন্ধে

আরো আরো কত যে

মৃত্যু

 

পৃথিবীর পথে পথে

কুয়াশায় জড়ানো

দেখলাম আজকে হঠাৎ

করুণ নদীর মতো

Continue reading

হেমন্তে আমি তোমার গান গাই

হেমন্তে আমি তোমার গান গাই

 

আর ভাবি, শীত আসার আগেই

চলে আসতে পারো তুমি;

 

আসন্ন শীতের গন্ধে, আমার ভাবনারা জড়োসড়ো

ভেড়ার লোমে আলকাতরা’র দাগের মতো

গায়ে নিয়া ঘোরে চিহ্ন, মালিকানার

Continue reading