কেনি রর্জাস রোস্টারে আমি কি অর্ডার করবো

[pullquote][AWD_comments width=”294″][/pullquote] 

অরিজিনাল কোয়ার্টার চিকেনই ভালো,

বেসনের জেল্লা নাই ওইটাতে; পাতলা চামড়াখানা

কতগুলা কালাজিরা বসানো, সাথে একটু ঝোল

 

সাইডলাইনে দুইটা শুকনা, মে বি

গ্রীণ গার্ডেন ভেজিটেবল ও ম্যাশ-পটেটো

আর একটা গ্রেবি আইটেম – কলসলোই বেটার

যদিও খুব অল্প অল্প দেয় তারা Continue reading

পশ্চিমবঙ্গের তিনজন কবি’র কাব্য-সমালোচনা

 

‘পৃথিবীতে আজ আর হয় নাই কোনো ভাত রান্না’

এই কথা শুইনাই বিনয় মজুমদার কইলেন,
ফাইজলামি করো, মিয়া!

আর আমারে নিয়া কেন এত টানাটানি?
আমি ত কারো লগে নাই, তথাপি গণিতজ্ঞ
এবং গায়ত্রীরে ভালবাসি, এবং ভালবাসি বলেই
আমি রেললাইনের ধার দিয়া হাঁটি
চা’য়ের দোকানে গিয়া চা খাই;
গোপনে মাওবাদীদের বাসনা’রে উজ্জীবিত করি Continue reading

অবাক কবিতা

বাপরে! কেমনে যে লেখ তুমি লতা-পাতা-গাছ-গাছালি নিয়া, কুত্তা-বিলাইও বাদ যায় না… এই যে তুমি লেখতে পারো – জোছনারাত, তোমার মনে কাঁপণ জাগে না! ওই যে আমলকির ওই ডালে ডালে’র মতো… আমি ত বলবার ভাষা খুঁইজা পাই না… যেন তুমি জাদুকর, লাঠি’রে সাপ বানাইতে না পারো, সাপ’রে ত বলতে পারো লাঠি… যতক্ষণ না ছোবল দিতেছে তোমার পায়ে, তুমি কামড়’রে বলতে পারো নীল রংয়ের উদভ্রান্ত ভালোবাসা; যা কিছু একজিস্ট করে না, তারা যেন আর নাই… খালি তোমার কল্পনা; হাতি উড়ে আকাশে, মাছেরাও মেলেছে ডানা… এমন এমন অবাক কবিতা, আমি কি আর লিখবো না (কবি সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানাইয়া)?  [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

অগাস্ট ৩০, ২০১২

ঐ যে আকাশ নীল!

তোমার জিজ্ঞাসা নিভে আসতেছে…

জাগতেছে সন্ধ্যার চাঁদ

মৃদু, মন্থর তারারা [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

রাতের খাওয়ার আগে

আমরা গিয়া দাঁড়াই নতুন ব্রীজের উপর

দেখি আকাশ, নীল আর শাদা মেঘগুলা

Continue reading

নগ্ন নির্জন হাত ২

কার হাত, কি যে হাত, কেন হাত…

 

ভাঙ্গা হাত নি্য়া ভিক্ষা চায়, চশমা চোখে বুড়া-ব্যাটা;

শাদাজামা’র কনস্ট্রাট্ট-এ পার হইলো ট্রাফিক ক্রসিং যে মেয়েটা,

তার হাতে ছাতা ধরা; [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

স্টিয়ারিং ঘুরাও হাতে, ড্রাইভার!

রোড অ্যাকসিডেন্টে আমারে মাইরো না…

Continue reading