একজন অন্ধ বালক গান গাইছে

(আমিনুল বারী শুভ্র’র প্রতি)

আমারে ভাসায় হাওয়া

অরূপের তৃষ্ণায় কেন ভুলি সন্তপ্ত রাত

আমারও নিদ্রা গেছে চুরি [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

লোকালয়ে ঐ দীর্ঘ গাছ

গাছে গাছে নিরব কোলাহল তার

কারণ ও পরিণতি ভেবে মৌন

সরে আছে দূরে

অনন্যতার আলো কাঁদে জানালার কাঁচে

এপ্রিল ৩, ১৯৯৫