জুতা আবিষ্কার

জুতা আবিষ্কার

দেখছি তোমার জুতা, স্বপ্নে পইড়া আছে;
অন্য কারো
হয়তো আমার না,
জমিদারের কাচারি ঘরের বাইরে
অন্য জুতার পাশে

যেহেতু অন্য কারো, হয়তো আমার না।

২৭.০১.২০১৪

 

জুতা আবিষ্কার

ঘুরতে বাইর হইয়া দেখলাম
তোমার অন্য জুতা

যেই জুতা চুরি হইছিল
যেই জুতা ছিলো আগে, নাই তারা

অন্য কোন জুতা বইলা
পা’গুলিরেই মনে হইতেছে
চিনি না

০১.০৭.২০১৬

 

জুতা আবিষ্কার

খাটের তলা থিকা এক জোড়া হাত আইসা
নিয়া যাইতেছে এক জোড়া কালা জুতা

হাত’টা দেখি খালি, চোর’টারে দেখি না

জুতা জোড়া খাটের তলা থিকা বাইর হয়া
চলে যাইতেছে দরজার দিকে

আমি দেখি আর বলতেও পারি না, কোন কথা

জুতা জোড়া চলে যাইতেছে আমার

আমার ঠ্যাংয়ের মেমোরি নিয়া…

১৩.১২.২০১৭

Continue reading

জুতা আবিষ্কার

 

দেখেছি তোমার জুতা, স্বপ্নে পড়ে আছে;
অন্য কারো
হয়তো আমার না,
জমিদারের কাচারি ঘরের বাইরে
অন্য জুতার পাশে

যেহেতু অন্য কারো, হয়তো আমার না।
পৌষ ৬, ১৪২০।

 

 

জুতা-কাহিনি

 

রাস্তার পাশেই ড্রেন
তার ভিতর প্রতিফলনহীন কালো পানি,ফুটতেছে
ম্যানহোলের ভিতর থেকে উঠতেছে ধোঁয়া…

ফুটপাতে ছোট চৌকির ওপর সাজানো জুতার পসরা
একজোড়া জুতা কিনতে চাই আমি
যখন ঈদে যাবো বাড়ি
বাড্ডা থেকে বরিশাল

আমি ভাবতেই থাকি
ওই ধোঁয়ার মতো আমার ইচ্ছাটা উড়তে থাকে
প্যাঁচাইয়া যায়

আমি ঘুম থেকে উঠে হাঁটতে থাকি
একটা জুতার স্বপ্নে আমার মন ভারী হয়ে থাকে
জমাট, কালো, প্রতিফলনহীন…