ফটো: উম্মে রায়হানা
———————-
রইদের ছায়া
হঠাৎ রইদ আসে
কাঁঠাল পাতার ফাঁকে
কয়, ‘তুমি কি ভাবছিলা আমি আসবো না?’
আমি হাসি, কই, ‘তুমি তো ফাঁকিবাজ…’
রইদ হাসে, আরো
ঝলমল করে বাসের জানালাগুলি
ছাতা খুলে তরুণী মেয়েটা, যিশুখ্রীষ্টের ছবিওলা
রইদ তখন নুইয়া আসে, তাঁর ঘাড়ের কাছে
পোষা বিলাইয়ের মতো শুইয়া পড়ে
আবার
রিকশার পাদানিতে
রাস্তায়, গর্তের পানিতে
নিভে আসে রইদের আলো
আমি ভাবি, ‘আসছিলাম তো…’
এইটুক বলার লাইগাই সে
ঝুইলা ছিল কাঁঠাল পাতার ফাঁকে?
অন্যমনস্ক… Continue reading