প্রেমের ত কোন প্রমাণ নাই, যেমন পাহাড়-পর্বত আছে, দেখা যায়। যা যা কিছু ঘটতে পারতো এবং যা যা কিছু ঘটে নাই, তারেই প্রেম বলা যাইতে পারে বরং। তাই কয়েকটা ঘটনার কথাই বলি যেইখানে পাহাড় সমান প্রেম বর্তমান। [pullquote][AWD_comments width=”294″][/pullquote]
নমুনা যখন আন্দোলনরে লিড দিতেছে, তখন দেখি লিবাও আছে সেই পাবলিক জমায়েতে। আমি দূর থিকা বইসা দেখতেছিলাম। যাওয়ার সময় লিবা আইসা কইলো, ‘তুমি যে অত পাদ-ডরাইলা মানুষ এইটা ত জানতাম না!’, আমি কইলাম, ‘দেহ, এইটাতে ত আমার কোন স্ট্যান্ড নাই, এইটা মোল্লাবাড়ি আর খাঁবাড়ি’র মানুষের ইন্টারনাল ঝামেলা। আমি কারো পক্ষ কেন নিবো?’ লিবা কইলো, ‘এইটা মোল্লাবাড়ি আর খাঁবাড়ির ব্যাপার না, স্কুলের ব্যাপার…’ – এইরকম চলতেই থাকলো, দুপুরের পর থিকা সন্ধ্যার অন্ধকার পর্যন্ত। হায় প্রেম! হায় তার্কিকতা!