মিনাবাজারেই গেলাম শেষে, বনানীর আউটলেটে। যাওয়ার প্ল্যান ছিলো না। কিন্তু যাইতে হইলো; মে বি দ্যাট ওয়াজ রিটেন ইন দ্য স্টারস; গ্রহ নক্ষত্রেরই ফের।
সব্জি কিনতেছিলাম। একটু কম কম মানুষই ভালো। আর যেইসব মানুষরা আসে ওইখানে, চেহারা দেখলে বোঝা যায়, টাকা-পয়সা আছে উনাদের। আমরা আসলে একটা ক্লাস-এর লোক – এই সলিডারিটি ফিলিংস সুপারস্টোরের একটা সেলিসং পয়েন্ট। অ্যাম্বিয়েন্সটাও ভালো, পরিবেশ বলা লাগে না। একটা মাইয়া আসলো, সাথে একটা পোলা। মাইয়াটারেই আগে দেখছিলাম, মাইয়াটার দিকে তাকায়া থাকার কারণেই মনেহয় পাশের পোলাটা একটা চিপসের প্যাকেট খুইলা এমন আস্তে আস্তে কিন্তু শব্দ কইরা কামড় দিতেছিলো যে, তারেও দেখা লাগলো। ইয়াং সে। Continue reading