কুড়ি বছর পরে, তখন তোমারে নাই মনে – জীবনানন্দ দাশ
এখনো মনে হয়, কেন যে দাঁড়াই নাই, সকালবেলায়
তোমার প্রাইভেট পড়তে যাওয়ার পথে
ধরো, দাঁড়ানো ত যাইতো
ইলেকট্রিকের পোলের মতোন, স্থির অব্যয়;
অথবা সঞ্চরণশীল কেঁচোর মতোন
পুরি-পিঠা কিনতে যাওয়ার পথে
যেন আমি তোমারে দেখতেই আসি নাই
দেখতাম, প্রেম হেঁটে যায়, সকালবেলায়
অংক আর ইংলিশ বইয়ের ভিতর…
লম্বা টুলটাতে বসে ঝুঁকে থাকে টেবিলের উপর
তারপর সে কই কই যে চইলা যায়…
হয়তো নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায়
তারে কি আর পাওয়া যায়
কুড়ি বছর পরে
জাহাজ কোম্পানীর মোড়ে, হঠাৎ সকালবেলায়
Leave a Reply