লেনজা আমি কুথাই লুকাই?
যেইখানে যাই, যেইদিক তাকাই
তোমা বিনা কেন হরি,
কিছুই হেরি না হেথায়?[pullquote][AWD_comments width=”294″][/pullquote]
লেনজা ফেইলা দিলেও আমার
সাথে সাথে কে আসে? যায়?
শেয়াল-গন্ধ রাতের ভিতর
ওগো অন্ধ, জাগিও না আমায়!
যেন লেনজা আমার নাই নাই
তাও আছে আছে ভাব
ভাবনার অতীত কোথাও
ঝরে যায়, পড়ে রয়
অথচ সেইসব কথা
কোথাও বলি না আর
হাস্যকরোমলে হাসিয়া হাসিয়া
ফেলিয়া যাই, তোমাদের রান্নাঘরে
স্যুপের বাটিতে, গরম জলে
সিদ্ধ করে লও তারে
চা-পানের রীতিতে
হয়তো জাপানে বইসা
তুমি মনে কইরো তারে
যে ছিল, আজ নাই
না-থাকিয়াও যে আছে আজিকে
লেনজা হয়ে, তোমার প্রেমে!
Leave a Reply