নারকোল গাছের ছবি

 

বিকাল’টা কি সুন্দর! মনে হয় বিকালের দৃশ্যেটার ভিতর একটা নারকোল গাছ হই। আরেকটা নারকোল গাছের মতোই যে সূর্যের আলোতে লম্বা পাতাগুলা নিয়া দাঁড়াইয়া থাকবে। কোন একটা স্মৃতির কথা যেন সে ভাবতে আছে। কথা বলতে বলতে, কথা বলতে বলতে নিজে যে একটা নারকোল গাছ সেইটাই ভুলে যাইতে পারতেছে। এই বিকালবেলায়। কলাগাছের খেতের পাশে। বর্ষার পানিতে চিক চিক রোদে। বাউন্ডারি দেয়ালের পাশে, একটা নারকোল গাছের পাশে আরেকটা নারকোল গাছই দাঁড়াইয়া আছে।

 

আরেকটা কবিতা

 

আমি কি লিখে ফেলবো আরেকটা কবিতা
তুমি চলে আসার আগে,
তুমি চলে আসার আগেই কি
তাতায়া উঠবে রোদ আরো?
হাইওয়েতে বাস ক্র্যাশ খাবে আরেকটা বাসের সাথে? Continue reading

গান

পিউ কাঁহা
ডিংচিং ডিংচিং
গান বাজতেছে মোবাইলে
তোমার আওয়াজ তো আর শুনি না

গাছের উঁচায়
পাতার আড়ালে
তোমারও নাকি
আছিলো গান
দুপুরবেলায়? Continue reading

 

লুক, আমরা নরমাল আসি
আমাদের গানের কথা মনে আসে
আমরা লাইক করতে না পারলেও
দুইজনেই অ্যাক্টিভ আসি;
লুক, আমরা মাইনা নিতে শিখতেসি
আলাদা আলাদা আসিলাম, আলাদা আলাদা আসি
হাসি আসতে গিয়া চইলা আসে কাশি
অনেক অনেক জ্বর নিয়া শরীরে পইড়া আসি;
লুক, আমরা নার্সিসাস, নিজেরা নিজেদেরকে ভালোবাসি
আমরা হইলাম তুমি আর আমি আর তুমি
তুমি আসো, আমি আসি
থাকতে চাইতেসো না তুমি, তারপরও থাকতেসি Continue reading