এপ্রিল ১১, ২০২২
অনেক সময় এই জিনিসটা আমার মনেহয়, এই যে “ধর্মীয় উন্মাদনা” “কুসংস্কারচ্ছন্ন লোকজন” “রিপোর্ট করা” এইগুলাতে ফেসবুক-বট, পেইড-আইডি টাইপের জিনিসগুলা অনেকবেশি ইনভলব।
মানে, মব বইলা কিছু নাই না, এই মব’টারে আসলে অনেকবেশি তৈরি করা হয়। আর এইটা অনেক বেশি ডাইরেক্টেড থাকে, যারা মনে করেন যে, না, এইরকমের একটা “গোষ্ঠী” তো আছে! [আবারো বলি, নাই – এইটা আমার ক্লেইম না, কিন্তু] এইটা হইতেছে “প্রমাণ”টা, যে দেখেন! যদি না থাকতো, আপনার আইডি কে রিপোর্ট করতো! কে এইরকম গালি-গালাজ করতো!
তো, আমি যেইটা মনে করি, একজন মানুশ মব-এর পার্ট হয়া উঠার চাইতে এইখানে একটা মব-কালচারটারে ট্রিগার করাটা হইতেছে ঘটনা, আর এইটা খুব অটোমেটিক্যালি ঘটে না, বেশিরভাগ সময় ঘটানোই হয়। যেন আমার মনের ভিতরের মব-ফিলিংসটা জাইগা উঠতে পারে, জাস্টিফাইড হইতে পারে তখন 🙂
মানে, ব্যাপারটারে কন্সপিরেসি থিওরির জায়গা থিকা না দেইখা মিডিয়া-রিয়ালিটির মতোই এক ধরণের রিয়ালিটি-জেনারেটিং মেশিন হিসাবে দেখতে পারলে বেটার। আপনার নিউজফিডে যদি ১০টা পোস্ট আসে একটা সাবজেক্টে তখন আপনারও অইটা নিয়া কথা-বলার, একটা পারসপেক্টিভ প্রোভাইড করার আর্জ তৈরি হইতে থাকার কথা তো।
তো, নিউজফিডে অই স্পেইসটারে কেমনে অকুপাই করা হইতেছে, অই ঘটনাটার কথা বলতে চাইতেছি আর কি…
এপ্রিল ১২, ২০২২
একটা জিনিস খেয়াল কইরা খুব সারপ্রাইজড হইছি, মানে, ব্যাপারগুলা তো চোখের সামনে আছেই, কিন্তু খেয়াল করা হয় না অইভাবে।
ঘটনা’টা হইতেছে, নন-কলোনিয়াল লিটারেচারের যেই ধারা (ধরেন, লালন, রাধারমণ, হাছন) সেইখানে তেমন কোন ফিমেইল-ফিগার পাইবেন না, ১৮ শতকের দিকে, এবং মেবি এখনো নাই। এর আগে খনা, রামী, চন্দ্রাবতী, যেই কয়টা নাম আছে, উনারা মোটামুটি একসেপশনাল ঘটনাই। কমন বা রেগুলার একটা ঘটনা হিসাবে দেখতে পাই না আমরা।
তবে “বঙ্গের মহিলা কবি” বইয়ে যোগেন্দ্রনাথ গুপ্ত ‘অভিজাত নারীদের’-ই মনেহয় জায়গা দিছেন। এইটা মনে হইছিল বিনোদিনী দাসীর নাম না দেইখা। মানে, “সাহিত্য’ তো সবসময় কলোনিয়াল জিনিসই। কলকাতার অভিজাত-সম্প্রদায়ের বাইরের জিনিসগুলারে “গ্রাম্য” “ফোকলোর” বা “মধ্যযুগীয়” ঘটনা হিসাবেই আইডেন্টিফাই করা হয়, সেইটা ধরেন ২০০০ সনে লেখা হইলেও।
তো, সেইখানেও কবি/বয়াতি (মানে, সিঙ্গার বা মিউজিশিয়ান পাইলেও রাইটার) হিসাবে কোন ফিমেইল-ফিগার যে আমরা পাই না, অই ঘটনা’টা মনেহয় খেয়াল করাটা দরকার। মানে, কলোনিয়াল-ধারা’তে ‘নারী কবি’ ক্যাটাগরি নিয়া আমরা হাসি-ঠাট্টা তো করতেই পারি। কিন্তু খারাপ-ভালো কিছু নাম ও কাজ আমরা পাই। বাউল-ভাটিয়ালি-মুর্শিদি যেই ধারাটা আছে সেইখানে এই ঘটনাগুলা কি একদমই নাই?
এটলিস্ট এখনো তো জানি না আমরা। আমি জাস্ট কোশ্চেনটা রাখলাম। যদি থাকেও, সেইটা যে ভিজিবল হইতে পারে না অইটা খালি ট্রাডিশন না, কোন অপ্রেশনের ঘটনাও কিনা…