কাস্ট সিস্টেমে আপনি অনেক উপ্রে
আপনার কমলকুমার’রে আমি আর নিলাম না
হেই গোলাপ, তাই বইলা
আপনার কথা কওয়া তো আর
থাইমা যাবে না।
কইতেছেন তো, ফাক ইউ! Continue reading
কাস্ট সিস্টেমে আপনি অনেক উপ্রে
আপনার কমলকুমার’রে আমি আর নিলাম না
হেই গোলাপ, তাই বইলা
আপনার কথা কওয়া তো আর
থাইমা যাবে না।
কইতেছেন তো, ফাক ইউ! Continue reading
বিনয় মজুমদার মনেহয় এইরকম একটা পদ্ধতির কথা বলছিলেন কবিতার লেখার যে, ধরেন, আপনি রাস্তায় আইসা রিকশা পাইতেছেন না; তখন আপনি তো বলতেই পারেন যে, রাস্তায় আজকে কোন রিকশা নাই। কিন্তু আপনি যদি লিখেন যে, পৃথিবীর রাস্তায় আজকে কোন রিকশা নাই! এইটা কিন্তু কবিতা হইয়া গেলো!! মানে, কবিতা হইলো ক্রিয়েশন অফ ইউনির্ভাসালিটি। সব সময় সব সিচুয়েশনেই এইটা সত্যি মনে হইতে পারে। Continue reading
বিকাল’টা কি সুন্দর! মনে হয় বিকালের দৃশ্যেটার ভিতর একটা নারকোল গাছ হই। আরেকটা নারকোল গাছের মতোই যে সূর্যের আলোতে লম্বা পাতাগুলা নিয়া দাঁড়াইয়া থাকবে। কোন একটা স্মৃতির কথা যেন সে ভাবতে আছে। কথা বলতে বলতে, কথা বলতে বলতে নিজে যে একটা নারকোল গাছ সেইটাই ভুলে যাইতে পারতেছে। এই বিকালবেলায়। কলাগাছের খেতের পাশে। বর্ষার পানিতে চিক চিক রোদে। বাউন্ডারি দেয়ালের পাশে, একটা নারকোল গাছের পাশে আরেকটা নারকোল গাছই দাঁড়াইয়া আছে।
আমি কি লিখে ফেলবো আরেকটা কবিতা
তুমি চলে আসার আগে,
তুমি চলে আসার আগেই কি
তাতায়া উঠবে রোদ আরো?
হাইওয়েতে বাস ক্র্যাশ খাবে আরেকটা বাসের সাথে? Continue reading