আরেকটা সকাল
১
ঠোঁটের মুখে আগুন লাগার আগ পর্যন্ত
স্টিকে গাঞ্জা থাকে
আমি জানতাম-ই না এইটা আগে
জানা’র ব্যাপারগুলি এত গোপন, রূঢ়, নিরীহ…
২
ডানা আমার,
দূর থিকা আসতে থাকা কুয়াশার কল্পনা
একটা পর্দার বাইরে
সূর্য উঠবে কখোন!
আমি ঘুমায়া যাবো – এইরকম হ্যাপিনেস,
পুকুরের পানির উপর থাকতে থাকা লাইটগুলির মতোন
টলমল; ভাবে, ভাসতেছে
নিজেও জানে – জানা ব্যাপারগুলিই আমাদের
ভুলে থাকা লাগে
৩
যেন বাতাস গান গাইতেছে
যেন বাতাস শাদা একটা রঙ
যেন কেউ শুনতেছে, যেন কেউ দেখতেছে
এইজন্য বাতাস আসছে, বকুল ফুলের মতোন
শামসুর রাহমানের ঢাকা শহরে
ভাপা-পিঠা আর চিতই-পিঠার দোকানগুলি জেগে উঠতেছে
৪
‘ঘুমাইছো, আলোকিত প্রাসাদ?
ঘুমন্ত ছবিগুলি কেমন?’
৫
দীর্ঘ সকালের ভিতর জাইগা উঠবে তখন
আমাদের ছোট ছোট ছায়া
ঘুরা পথে ফিরা আসবো আমরা
৬
তারপর, রইদের ভিতর মনে হবে
কি সব আজাইরা কথা!
কেনো…
কতবেলের মতো একটা রেয়ার উপমা’র কথাও মনে হইলো না?
৭.
নারিকোলের পাতার মতো লম্বা, করুণ… Continue reading