নারকোল গাছের ছবি

 

বিকাল’টা কি সুন্দর! মনে হয় বিকালের দৃশ্যেটার ভিতর একটা নারকোল গাছ হই। আরেকটা নারকোল গাছের মতোই যে সূর্যের আলোতে লম্বা পাতাগুলা নিয়া দাঁড়াইয়া থাকবে। কোন একটা স্মৃতির কথা যেন সে ভাবতে আছে। কথা বলতে বলতে, কথা বলতে বলতে নিজে যে একটা নারকোল গাছ সেইটাই ভুলে যাইতে পারতেছে। এই বিকালবেলায়। কলাগাছের খেতের পাশে। বর্ষার পানিতে চিক চিক রোদে। বাউন্ডারি দেয়ালের পাশে, একটা নারকোল গাছের পাশে আরেকটা নারকোল গাছই দাঁড়াইয়া আছে।

 

নারী-ভাবনার দেয়াল

হয়তো তোমার দিন

আরো অন্য কিছু দিনের মতোই

হয়তো তোমার ভাবনা

ঠিক কইরা দেয় তোমার বন্ধু-বান্ধব,

বড় ভাই, অফিস-কলিগ, টিচার ও প্রেমিকেরা[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

হয়তো হয়তো কইরা তোতলায় যেইসব কবিতা

তার ভিতর ধামাচাপা পইড়া থাকা

কোমল কিশোরী মন এর কল্পনা

তোমারে করে মূঢ় পতাকার মতো

উদ্দেশ্যহীন;

Continue reading