মুছে ফেলা গেলো কি আজ নিরবতার ভিতর সব নিরবতা?
তোমার পাপোশে পা মুছে দাঁড়াইয়া আছি
নিচু হইয়া জুতার ফিতা বাঁধতে বাঁধতে মনে হইলো
রবীন্দ্রনাথের কথা বলা যাইতো[pullquote][AWD_comments width=”294″][/pullquote]
নজরুলের কিছু গান
তবু জীবনানন্দের কবিতাও
না বইলাও একটা বিকাল ত পার করা গেলো
বোকা বোকা হাসি হাসি
বুঝছি বুঝছি বইলা দুলতে থাকা কানের দুলটা
ভাবতে ভাবতে দেখতেছি ভাবতে ভাবতে পার হইয়া যাওয়া
কিছু কথা তাইলে বললাম ত আমরা –
রাস্তায় কী যে ধূলা
সূর্য ডোবার আগেই নামতেছে কুয়াশা…
Leave a Reply