সিলেক্টেড পোয়েমস: সেপ্টেম্বর, ২০১৫।

 

সত্যরে ভালোবাসিলাম

সত্য দেখি নড়ে চড়ে না,
গাঁট হয়া
বইসাই থাকে
কাঁঠাল গাছের তলে
দুপুরবেলার রোদে

আমি কইলাম,
ভাই, শরৎকাল আইছে তো
সে কয়,
আসেনি তো অটাম

 

সন্ধ্যাবেলার গান

ফুল ফুটতেছে
ধীরে

অন্ধকার নামতেছে
পেয়ারা, আমড়া আর আনারসের ভ্যানে

তারও আগে লাইটগুলি জ্বললো
মুদির দোকানে

রিকশাগুলি রাস্তার গর্তে পইড়া
কোঁকাইয়া উঠলো…

যেই দিন পার হইলো
থামলো আইসা রাস্তার পাশে
পুরি, পিঁয়াজু আর বেগুনির থালার সামনে

অফিস ফেরত ক্লান্ত মেয়েটার
থতমত চোখের নিচে
সেই দিনরে আমি হারায়া ফেললাম

অ্যাম্বুলেন্স একটা সাইরেন বাজায়া
চলে যাইতেছে তাড়াতাড়ি,
গলির মুখে ট্রাফিক জ্যাম…

ফুল ফুটতেছে, ধীরে
আমি ভাবলাম

 

যাইও না

যাইও না;
পথের পাশে, প্রান্তরে
ময়লা পানি বলে;
শর্টকাট নিতে গিয়া
নৌকায় আটকায় চরে
তখন স্যুটের জ্যাকেট খুলে
আগায়া যাইতেছিলেন বয়স্ক জ্ঞানী লোকটি
যিনি জানতেছিলেন যাইতে পারবেন না বেশিদূর
আর আমিও তখন বুঝতে পারি
তার করুণ চোখের দিকে তাকায়া
ভুল করে ফেলছি;

যাইও না
পথের পাশে, প্রান্তরে
ময়লা কচুরিপণা আর শ্যাওলায় আটকানো
পানি বলে

 

সকালবেলা

সকালবেলার মিউজিক বাজতেছে,
একটা দালান ঘরের ভিতর
নলখাগড়ার বনে ডাকতেছে ডাহুক

ডিমের কুসুমের মতোন সূর্য
সূর্য হইয়া উঠতেছে এখন

একটু দূরে যা ছিলো কুয়াশার সাদা
আরো দূরে সরে যাইতেছে সেই সীমানা

লজ্জাবতীর লতাগুলি বেগুনি ফুলের সাথে পাতাগুলি খুলে ফুটে আছে

একটা সাপ কোথাও আশেপাশেই আছে
কোনরকম নৈতিকতা ছাড়াই ঘুরে বেড়াইতেছে
আবার লুকাইতেছে, মে বি

পথে পথে কতো যে দৃশ্য
চোখ খুলে আমারে দেখতেছে

কথা বলতেছে নিজেদের ভাষায়, আর
হারায়া যাইতেছে

অ্যাজ ইফ আমি নিজেই একটা সকালবেলা
তাদের দুনিয়ায়

 

হ্যাশ ট্যাগিং ইমরুল হাসান

হ্যাশ ট্যাগ কি আমারে চিনবে, ঠিকঠাকমতো?

 

হোয়াট ইজ লাভ??

জগতের এইসব ফেইক ইমেজগুলিরেই আমরা ভালোবাসছিলাম।

 

গোপন এজেন্ডা

এই যে তুমি
এই যে তোমরা

এই যে আমি
এই যে আমরা

আমাদের তালগাছটা
আজকে কোথায় গিয়া দাঁড়াইলো?

ওই দূর, নদীটির ধারে
এক পায়ে
একটাই তালগাছ

দেখা তো যাইতেছে;

তুমি আমাদের সাথে
আমি তোমাদের সাথে
কথা-ই বলতেছি আজকে

আর

তালগাছটারেই ভালোবাসতেছি
মনে মনে…

 

আমার প্রেমিক

আমার প্রেমিক গাবগাছে থাকে
গু’য়ের পোকার কামড় খায়
আমারে দেখবে বইলা চোখ কচলায়

কলাগাছের চিপায় খাড়ায়া দেখি আমি তারে

আমার প্রেমিক তবু চইড়া বইসা আছে
একটা গাবগাছে
একলাই।

 

ফুকোর পেন্ডুলাম

একটাই দুনিয়া আমার
আর তাও
ছোট হইতে হইতে
একটা তিলের মতো;
আর ছোট হইতে পারে না বইলাই
আটকাইয়া থাকলো।

 

 

Leave a Reply