[pullquote][AWD_comments width=”294″][/pullquote]
শি মানে তারে আমি চিনি
শি মানে উহারে আমি জানি না
রাস্তা-ভর্তি মানুষ ঘরে যাইতেছে
রাস্তা ভর্তি মানুষ রাস্তায়
থাকিতে চাহে না আর
মৌন, মন্থর মানুষগুলি
ঘুমায়ে পড়তেছে
মানুষগুলি আর জাগিতে চাহে না
না-চাওয়ার বেদনার ভিতর আমরা
বুড়া হয়া যাইতেছি
একটু দূরে দূরে বহিয়া যাইতেছি
জ্যাম-এ দাঁড়ানো বাস ও ট্রাক
পাশাপাশি যেইরকম অমনোযোগী
কখোন যে ছাড়িয়া যাইবো, আমাদের আমি!
সিগন্যালের জন্য বইসা আছি
আমাদেরও ত আছে ঘর-বাড়ি
খালি খালি কবিতার ভিতর বইসা থাকতে
আর ত ভালো লাগে না!
Leave a Reply