কাকের কবিতা
আমরা ভালোবাসা, আমরা পাপ
আমরা বিকালবেলার আকাশে
খামাখাই ঘুরতে থাকা দুই-একটা কাক
রইদ মাখতেছি ডানায়
ডানা জোড়া নিয়া কই আর যাই!
ভাবতেছি,
ভাবতে ভাবতে সনধা
বইছে বাতাস মনদা
আমরা ছন্দ-মিলের বাইরে একটা কবিতা
আমরা সুর ভুইলা যাওয়া একটা গান
ঘুরতে থাকা কয়েকটা কাক
বাড়ি
আমি তো বাড়ি যামু!
তোমার বাড়ি কই? – আমি জিগাই তারে।
সে আবারো বলে, আমি তো বাড়ি যামু, ভাই!
তার বাড়ি কই? সে জানে না।
আমিও জানি না, তার বাড়ির কথা।
আমার তখন বাড়ির কথা মনেহয়।
আমিও বাড়ি যাইত চাই।
তোমার বাড়ি কই? – কেউ জিগায় আমারে।
একটা ছায়া ছায়া উঠান, রইদ, বাতাস
একটু দূরে কেউ কথা বলতেছে,
বলতেছে, জোরে কথা বলিস না,
ঘুম ভাইঙ্গা যাবে ওর…
বাড়িতে শুয়ে আছি আমি,
যেন এইটা কোন ড্রিম
Continue reading